দূষণে লজ্জার নজির ভারতের। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহরের তকমা পেল ভারতের রাজধানী দিল্লি। বিহারের বেগুসরাই পেল বিশ্বের সবচেয়ে দূষিত মেট্রোপলিটান শহর।
২০১৮ সাল থেকে এই নিয়ে চারবার সবচেয়ে দূষিত রাজধানীর শিরোপা মাথায় নিল দিল্লি৷ সুইস সংস্থা IQAir বিশ্ব বায়ুর গুণমান সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে, তাতেই প্রকাশ্যে এসেছে লজ্জার এই পরিসংখ্যান।
২০২৩ সালে ১৩৪টি দেশে বায়ুর গুণমান সংক্রান্ত এই সমীক্ষা চালানো হয়। তাতে দেখা গিয়েছে, সবচেয়ে দূষিত দেশের তালিকায় ভারতের স্থান তৃতীয়। পাকিস্তান এবং বাংলাদেশের ঠিক পরেই আছে ভারত। ২০২২ সালে ভারত ছিল অষ্টম স্থানে। তারপর পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
গোটা বিশ্বেই দূষণ পরিস্থিতি ক্রমশ আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক সাত মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য দায়ী দূষণ।