ইউরোপ সফরের প্রথম দিনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narednra Modi)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ইউরোপে। বার্লিনে জার্মানির চান্সেলার ওলাফ স্কোলজের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনও ফল হবে না। বরং দুই পক্ষেরই অনেক ক্ষয়ক্ষতি হবে। স্কোলজের সঙ্গে যৌথ সাংবাদিক বিবৃতিতে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, ভারত শান্তির পক্ষে। প্রথম থেকেই ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির (Ceasefire) আবেদন করা হয়েছে।
যুদ্ধ পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বেড়েছে শস্য ও সারের দামও। বার্লিনে জার্মান সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই বিষয় নিয়েও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, রাশিয়া-ইউক্রনে যুদ্ধের জন্য বিশ্বের প্রত্যেক নাগরিক যন্ত্রণা ভোগ করছে।
আরও পড়ুন: প্রযুক্তি নেই, দেখানো গেল না পাক প্রধানমন্ত্রীর লাহোর সফর, বরখাস্ত পিটিভির ১৭ কর্মী
দিল্লি ও বার্লিনের সুসম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দীর্ঘস্থায়ী উন্নয়নকে মাথায় রেখে ভারত ও জার্মানি ক্লিন এনার্জি ব্যবহার করবে। এই খাতে ভারতকে ১০.৫ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সাহায্য করবে জার্মানি। জার্মানির চান্সেলার স্কোলজেকে 'আত্মনির্ভর ভারত' ক্যাম্পেনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, "ষষ্ঠ ভারত-জার্মানি ইন্টার-গভর্মেন্টাল কনসালটেশনে অনেক কিছু উঠে এসেছে। জার্মানির মন্ত্রী, অফিসিয়াল ও চান্সেলার স্কোলজের সঙ্গে আলোচনা হয়েছে আমার। কোন কোন খাতে ভারতে দীর্ঘস্থায়ী উন্নয়ন আরও বাড়ানো যায়, তা নিয়ে বিশদে আলোচনা হয়েছে। গতিশীলতা, অর্থনৈতিক বৃদ্ধি ও আরও বিষয় নিয়ে আলোচনা হয়েছে। "