আধুনিকীকরণের কাজ শেষ হয়েছে। স্বাধীনতা দিবসের আগেই এবার মিগ-২৯ (Mig-29) যুদ্ধবিমান কাশ্মীর ও লাদাখ সীমান্তে মোতায়েনের কাজ শুরু করে দিল ভারতীয় বায়ুসেনা।
চিন এবং পাকিস্তানের সম্ভাব্য হামলা রুখতে শ্রীনগরের বিমানঘাঁটিতে আগে থেকেই নয়া মিগ-২৯-এর একটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে।
এবার সেখানেই মজুত করা হয়েছে 'উন্নততর'মিগ-২৯ যুদ্ধবিমানগুলি। এর ফলে উপত্যকার সুরক্ষা ও প্রতিপক্ষকে পাল্টা উত্তর দেওয়া সহজ হবে।