দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid 19 India) হলেন ১৮,৮১৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। দেশে নতুন করে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৪ হাজার ৫৫৫।
দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট প্রাণ (Covid Deaths) হারিয়েছেন ৫ লক্ষ ২৫ হাজার ১১৬ জন। মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩৪ লক্ষ ৩৩ হাজার ৩৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের ০.২৪ শতাংশ সক্রিয় কোভিড রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে সুস্থতার হার ৯৮.৫৫ শতাংশ।
দেশে দৈনিক সংক্রমণের হার ৪.১৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, দৈনিক মৃত্যুর হার ১.২১ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৯৭ কোটি ৬১ লক্ষ ৯১ হাজার ৫৫৪ জন মানুষ ভ্যাকসিন নিয়েছেন।