রবিবার দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ । স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,২২৬ জন । দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪ কোটি ৩১ লক্ষ ৩৬ হাজার ৩৭১। দেশে দৈনিক মৃতের সংখ্যা বেড়েছে । একদিনে মৃত্যু (Death) হয়েছে ৬৫ জনের ।
স্বস্তি দিচ্ছে কমতে থাকা সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active Covid Cases) । বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা কমে হয়েছে ১৪ হাজার ৯৫৫ । সক্রিয় রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি স্বস্তিজনক সুস্থতার হারও । পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৯৭ হাজার ৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন । গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২,২০২ জন । স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৪১৩ ।
আরও পড়ুন, Covid-19 Symptoms: কোভিডের এই তিনটি নতুন উপসর্গ থেকে সাবধান, জানাল জাতীয় স্বাস্থ্য পরিষেবা
দেশে এখনও পর্যন্ত দেশে ১৯২ কোটি ২৮ লক্ষের বেশি করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় ১৪ লক্ষের বেশি । জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও। বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও ।
দৈনিক আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা কেরলে । একদিনে সে রাজ্যে সংক্রমিত ৫৫৮ জন । গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের নিরিখে বাকি পাঁচ রাজ্য হল যথাক্রমে দিল্লি (৪৭৯), মহারাষ্ট্র (৩০৭), হরিয়ানা (২৩৫) এবং কর্নাটক (১৫৫)।