লোহিত সাগরে ফের জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা । একদিন আগেই ভারতের দিকে আসা ইজরায়েলের একটি জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় । রবিবারও ভারতের দিকে আসা একটি জাহাজে হামলা চালানো হয় । আমেরিকার সেন্ট্রাল কমান্ডের তরফে এমনই জানানো হয়েছে । এই ঘটনায় ইরানকে দুষছে আমেরিকা । ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভারতীয় নৌবাহিনী ।
আমেরিকার তরফে জানানো হয়েছে, লোহিত সাগর ধরে ভারতের দিকে আসছিল অপরিশোধিত তেলের একটি ট্যাঙ্কার। সেটিকে লক্ষ্য করে ড্রোন হামাল চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি । ওই ট্যাঙ্কারে বেশ কয়েকজন ভারতীয় ছিলেন বলে জানা গিয়েছে । তবে, হতাহতের কোনও ঘটনা ঘটেনি । জানা গিয়েছে, লোহিত ট্যাঙ্কারের পাশাপাশি আরও একটি জাহাজেও হামলা চালানো হয় । ওই জাহাজে রাসায়নিক রাখা ছিল বলে খবর । যখন হামলা চালানো হয়, তখন দক্ষিণ লোহিত সাগরে টহল দিচ্ছিল আমেরিকার একটি জাহাজ । আক্রান্ত জাহাজ দু'টি তাদের সঙ্গে যোগাযোগ করে আক্রান্ত হওয়ার খবর জানায় ।
আমেরিকার অভিযোগ, হুথিদের সমর্থন করছে ইরান । হোয়াইট হাউস স্পষ্টই হামলার নেপথ্যে ইরানের ‘যোগ’ দেখছে । হুথি আগেই জানিয়েছে, হামাসের পক্ষে রয়েছে তারা । সে কারণে ইজরায়েলের সঙ্গে যোগ রয়েছে, এমন দেশের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চলবে ।