৮ প্রাক্তন ভারতীয় নৌসেনাকে ফাঁসির সাজা শুনিয়েছে কাতারের আদালত। তাঁদের সাজার বিরুদ্ধে আবেদন জানাল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবিষয়ে সমস্ত আইনি দিক খতিয়ে দেখে শাস্তি মকুবের জন্য সবরকম প্রচেষ্টা করা হচ্ছে। কাতারের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখা হচ্ছে বলে নয়াদিল্লির তরফে জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভারতের আইনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সাজাপ্রাপ্তদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।
আট জন প্রাক্তন নৌসেনার বিরুদ্ধে ফাঁসির সাজা শুনিয়েছে কাতারের আদালত। কাতেরের অভিযোগ, ইজরায়েলের বিরুদ্ধে চরবৃত্তি করছিলেন তাঁরা। ২০২২ সালের অগাস্ট মাসে তাঁদের গ্রেফতার করা হয়। তারপর থেকেই জেলে বন্দি তাঁরা।