মণিপুরের মানুষের পাশে দাঁড়িয়ে সংসদে কালো পোশাক পরে প্রতিবাদে বিরোধী জোটের সাংসদরা। বৃহস্পতিবার অধিবেশনে কালো পোশাক পরে উপস্থিত হন সাংসদরা। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে সরব হন বিরোধীরা। বৃহস্পতিবারও। ২টো পর্যন্ত স্থগিত রাখা হয় দুই কক্ষের অধিবেশন।
আগে থেকেই বিরোধী দলগুলি সিদ্ধান্ত নিয়েছিল মণিপুর ইস্যুতে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তৃণমূলের কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়। মণিপুরে মানুষের উপর অত্যাচার চলছে। এই সব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী চুপ। প্রতিবাদের ভাষা হিসেবেই ইন্ডিয়া জোটের সাংসদরা কালো পোশাক পরে অধিবেশনে এসেছেন। বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ তরুণ গগৈ, অধীর চৌধুরীদের পাশাপাশি আপ সাংসদ রাঘব চাড্ডা, প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও দেখা যায় কালো পোশাক পরে ধর্না দিতে।