দ্রুত কর্মসূচি ঘোষণা করা হোক। 'ইন্ডিয়া' জোটের অধিকাংশ দলই আর সময় নষ্ট করতে চাইছেন না। বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের আনঅফিসিয়াল বৈঠকে এই বিষয়ে সহমত মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার, কেজরিওয়ালরা। উদ্ধব ঠাকরেও একই কথা বলছেন। আসন বণ্টনের সূত্র বের করে ২ অক্টোবর থেকে থেকেই 'ইন্ডিয়া'-র মূল কর্মসূচি ঘোষণা করতে চাইছে বিরোধী শিবির।
শুক্রবার মুম্বইয়ে সকাল ১১টা থেকে শুরু হয়ে গিয়েছে বৈঠক। এই বৈঠকে INDIA-এর লোগো উদ্বোধন হওয়ার কথা। ২ অক্টোবর দিল্লির রাজঘাট থেকে ইন্ডিয়ার মূল কর্মসূচি শুরু হওয়ার কথা ঘোষণা হতে পারে। বৃহস্পতিবার মুম্বইয়ের পাঁচতারা হোটেলে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন রাহুল গান্ধী। শুক্রবারের বৈঠকে প্রধান ৫-৬টি বিষয় ঘোষণা করে, তা ইস্তেহারের ভিত্তি হিসেবে ঘোষণা করতে পারে 'ইন্ডিয়া' জোট। ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যস্তরে কীভাবে দলগুলির আসন সমঝোতা হবে, তার পদ্ধতি ঠিক করে ফেলবে ইন্ডিয়া জোট।
তাৎপর্যপূর্ণ ভাবে বৃহস্পতিবারও কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে মমতা বন্দ্য়োপাধ্যায়ের ছবি পোস্ট করা হয়। AITC-র টুইটারে রাহুলের সঙ্গে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।