পাশাপাশি দুই দেশ, সীমান্তে পাহারায় থাকে দু'দেশের সীমান্ত রক্ষীরা। সোমবার সকাল থেকেই সেখানে উদযাপনের দিন। বলছি, ভারত বাংলাদেশ সীমান্তের কথা (India-Bangladesh border)। পেট্রাপল, বেনাপল সীমান্তের কথা।
সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিএসএফের১৮৯ নম্বর ব্যাটেলিয়ানের অনুষ্ঠানের আয়োজন করা হয়৷সেখানে উপস্থিত ছিলেন বিএসএফের বিশিষ্ট আধিকারিকেরা এবং দু'দেশের বহু সাধারণ মানুষ৷ মাত্র সাড়ে সাত দশক আগেও তো ছিল একই দেশ। তারপর এসেছে শুধু কাঁটাতার। দেশ ভাগ হলেও মন ভাগ হয়নি লক্ষ লক্ষ মানুষের।
বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে এদিন মিষ্টিমুখ করানো হল। ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবসের উদযাপনে সামিল হলেন প্রতিবেশী বাংলাদেশ। স্বাধীনতার সকাল সাক্ষী থাকল এক আবেগঘন মুহূর্তের।