ছিয়াত্তর পেরিয়ে সাতাত্তরে পা ভারতের স্বাধীনতার (Indian Independence)। ১৯৪৭ সালের ১৫ আগস্ট প্রায় দু'শো বছরের পরাধীনতার নাগপাশ ছিন্ন করে বিশ্বের আকাশে ঝলসে উঠেছিল ভারতের স্বাধীনতার মুক্তিসূর্য। হাজার হাজার শহীদের রক্তে রাঙা পথ পেরিয়ে জন্ম নিয়েছিল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। তারপর কেটে গিয়েছে সাড়ে সাত দশক। বিশ্বের দরবারে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে ত্রিবর্ণরঞ্জিত নিশান। এশিয়ার গণ্ডি পেরিয়ে ভারত দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে।
১৭৫৭ সালে পলাশীর রণাঙ্গনে অস্তমিত হয়েছিল ভারতের স্বাধীনতার সূর্য। দীর্ঘ ২০০ বছর ধরে চলেছে মুক্তি অর্জনের লড়াই। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সশস্ত্র বিপ্লববাদী লড়াই, ভারত ছাড়ো আন্দোলন, আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম সহ অসংখ্য লড়াই লিখেছে নতুন ইতিহাস। লালকেল্লা থেকে নামতে বাধ্য হয়েছে ইউনিয়ন জ্যাক।
Independence Day: মাউন্টব্যাটন ভারত ছাড়লেন, 'ইন্ডিয়া' তাঁকে ছাড়ল কই? নাতনির নামে জড়িয়ে থাকল স্মৃতি
এই পবিত্র দিন তাই বীর স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার লগ্ন। জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, শহীদ ঈ আজম ভগৎ সিং, বিপ্লবী রাসবিহারী বসু, শহীদ ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, চন্দ্রশেখর আজাদ সহ সকল স্বাধীনতা সংগ্রামীর স্মৃতিতে নতজানু হওয়ার মহালগ্ন।