BBC IT Survey : ২৪ ঘণ্টা পার , বিবিসি-র মুম্বই ও দিল্লি অফিসে জারি আয়কর দফতরের কর্তাদের 'সমীক্ষা'

Updated : Feb 22, 2023 07:30
|
Editorji News Desk

মঙ্গলবার থেকে বিবিসি-র (BBC) অফিসে আয়কর দফতরের অভিযান অব্যাহত রয়েছে । দিল্লি ও মুম্বই, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন দুই দফতরেই আয়করের 'সমীক্ষা' চলল রাতভর (BBC IT Survey ) । জানা গিয়েছে, আন্তর্জাতিক স্তরে কর ফাঁকির অভিযোগেই বিবিসির দিল্লি (Delhi) ও মুম্বইয়ের (Mumbai) দফতরে হানা দেন আয়কর কর্তারা । যদিও এই ঘটনাকে 'হানা' নয়, 'সমীক্ষা' বলেই দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা । 

মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে এগারোটার মধ্য়ে দিল্লি ও মুম্বইয়ের অফিসে হানা দেয় আয়কর কর্তারা । সূত্রের খবর, অভিযানের শুরুতে মুম্বইয়ের অফিসে আইটি ও বিবিসি কর্মীদের মধ্যে তর্কাতর্কি হয় । জানা গিয়েছে, বিবিসি কর্মীরা তাঁদের সিস্টেমে এডিটোরিয়াল কনটেন্টের অ্যাক্সেস দিতে রাজি হননি । সূত্রের খবর, আয়কর আধিকারিকরা বিবিসি কর্মীদের কম্পিউটারে 'শেল কোম্পানি', 'ফান্ড ট্রান্সফার',... 'বিদেশী ট্রান্সফার'-সহ সিস্টেমে চারটি কীওয়ার্ডের জন্য অনুসন্ধান করেছেন । সূত্রের খবর, অফিসে ঢুকেই সমস্ত কর্মীর মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করেছিলেন তাঁরা । 

আরও পড়ুন, BBC IT Survey: আয়কর আধিকারিকদের সঙ্গে বাগবিতন্ডায় বিবিসি কর্মীরা, ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
 

বিবিসি'র পক্ষ থেকে আগেই বিবৃতি দিয়ে 'সবরকম সহযোগিতা'র আশ্বাস দেওয়া হয়েছে । জানা গিয়েছে, ২০১২ সাল থেকে বিবিসির সমস্ত লেনদেনের তথ্য খতিয়ে দেখছেন আয়কর কর্তারা ।এদিকে, বিবিসি'র কার্যালয়ে আয়কর দফতরের অভিযান নিয়ে সরগরম রাজনৈতিকমহল । 

তবে, এই সমীক্ষা ও হানার মধ্যে বড় পার্থক্য রয়েছে । সমীক্ষা চালানো যাবে কেবলমাত্র অফিস আওয়ার্সেই। অন্যসময় নয়। আর, আয়কর হানা দেওয়া যায় দিনের যে কোনও সময়। আয়কর সমীক্ষায় তদন্তের গণ্ডি কেবলমাত্র কাগতপত্র ও অর্থ সংক্রান্ত কিছু নথি এবং প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ। আয়কর হানায় তা নয়। আয়কর হানার সময় সাধারণত ঘটনাস্থলে পুলিশকে রাখতে হয়। আয়কর সমীক্ষায় যা বাধ্যতামূলক নয়।

mumbaiBBCDelhiIncome Tax

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক