ছুটির রবিবারেও স্বস্তি নেই উপত্য়কায়। সেনা-জঙ্গির লড়াইয়ে শেষ তিন লস্কর জঙ্গি। তাদের থেকে দুটি একে -৪৭ রাইফেল সহ উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র। সেনা সূত্রে খবর, শনিবার রাত থেকেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। ডাবগাম এলাকায় ঘাপটি মেরে ছিল জঙ্গিরা। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনা। মৃত তিন জঙ্গির নাম জুনেদ, ফাজিল এবং ইরফান মালিক।
কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, এই তিন জঙ্গি স্থানীয় বাসিন্দা। গত ১৩ মে উপত্যকায় খুন হয়েছিল পুলিশ অফিসার রিয়াজ আহমেদ। সেই ঘটনায় জখম হয়েছিল তাঁর সাত বছরের শিশুকন্য়াও। ওই ঘটনার মূল অভিযুক্ত ছিল এই জুনেদ।
গত কয়েকদিন ধরে লাগাতার সেনা-জঙ্গির গুলির লড়াই চলছে উপত্যকায়। শনিবার সকালেও গুলির লড়াই হয়েছিল। কুলগামের খান্দিপোরা এলাকায় বাহিনীর গুলিতে নিহত হয় হিজবুল মুজাহিদিনের এক জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ অভিযানে বারামুলা থেকে দুই লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃত দুই জঙ্গির নাম আহমেদ মীর ও আব্দুল রহমান মীর। দু’জনই বারামুলার এলাকার বাসিন্দা। ধৃত দুই লস্কর জঙ্গির থেকে দু’টি চিনা পিস্তল, ১৮টি তাজা কার্তুজ ও দু’টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।