জলের অভাবে ধুঁকছে বেঙ্গালুরু। জল নষ্ট করলেই শাস্তি, এমনই নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। জলের অপচয় একেবারে নিষেধ, বদলে সকলকেই হিসেবে করে জল খরচের নির্দেশ দেওয়া হয়েছে। পানীয় জলটুকু পেতেই হাঁসফাঁস করছে বেঙ্গালুরুবাসী। একেক বালতি জল কিনতে দাম পড়ে যাচ্ছে ১০০০ থেকে ২০০০ টাকা।
Sudha Murti: ভারতীয় সংসদে ব্রিটেনের প্রধানমন্ত্রীর শাশুড়ি
এমতাবস্থায় গাড়ি ধোয়া, ব্যক্তিগত বিনোদন, নির্মাণকাজ, বাগান পরিচর্যা সহ এই জাতীয় কাজে জলের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। কর্নাটক ওয়াটার সাপ্লাই বোর্ডের তরফে জলের কালোবাজারি রুখতেও একাধিক পদক্ষেপ করা হয়েছে।