দেশজুড়ে সবজির দাম আকাশছোঁয়া। প্রবল দাবদাহে সবজির ক্ষেত নষ্ট হয়েছে। সবথেকে বেশি দাম টমাটোর। উত্তরপ্রদেশের বাগপত গ্রামে এক দোকান মালিক তাঁর গ্রাহকদের জন্য বিশেষ অফার দিলেন। মোবাইল কিনলে বিনামূল্য দেওয়া হবে এক কেজি টমাটো।
বাগপতের ওই দোকান মালিকের নাম বিট্টু চৌহান। তিনি অফার দিয়েছেন, তাঁর দোকান থেকে মোবাইল কিনলেই বিনামূল্যে এক কেজি টমাটো দেবেন তিনি। দোকানে একটি কাগজে সেই বিজ্ঞাপনও হাতে লিখে দিয়েছেন তিনি।
এরপরই তাঁর ব্যবসারও ইতিবাচক ইঙ্গিত পাওয়া হিয়েছে। দোকানদার জানিয়েছেন, টমাটোর দাম না কমা পর্যন্ত, এই অফারটি তিনি দেবেন তাঁর গ্রাহকদের।