রাম মন্দিরের প্রতিষ্ঠার বাকি আর মাত্র ৪ দিন। অযোধ্যা সহ গোটা দেশের বাকি অংশ জুড়েই যা নিয়ে সাজো-সাজো রব। এবার ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি বিশেষ ওয়েব পেজ খোলা হল, যেখানে অযোধ্যা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া সম্বন্ধে সব আপডেট পাওয়া যাবে।
এই ওয়েব পেজে আবহাওয়া, উষ্ণতা, আর্দ্রতা, হাওয়ার অভিমুখ সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটটিতে। যে যে ভাষায় এই ওয়েবসাইটটিতে তথ্য পাওয়া যাবে, সেগুলি হল- হিন্দি, উর্দু, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, চাইনিজ।
অযোধ্যা ছাড়াও যে বড় শহরগুলির আবহাওয়ার তথ্য এখানে পাওয়া যাবে, তা হল- দিল্লি, বারাণসী, প্রয়াগরাজ, লখনউ। আবহাওয়ার বুলেটিনে থাকবে সাত দিনের আবহাওয়া সংক্রান্ত তথ্য।