সামান্য জ্বর সর্দি-কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাওয়ার অভ্যেস? সতর্ক করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। শুক্রবার IMA-র সোশ্যাল মিডিয়ায় চিকিৎসকদের জন্য এই ঘোষণা করা হয়েছে। মরশুমি জ্বর, সর্দি-কাশির জন্য চিকিৎসকদের অ্যান্টিবায়োটিক না দেওয়ার পরামর্শ দিয়েছে আইএমএ।
অ্যান্টি-মাইক্রোবায়াল রেসিসটেন্সের জন্য IMA-র স্যান্ডিং কমিটির তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই মরশুমি জ্বর, সর্দি-কাশি পাঁচ থেকে সাতদিন থাকবে। তিনদিন পরেই জ্বর কমে যাচ্ছে। তবে তিন সপ্তাহ পর্যন্ত কাশি থেকে যাচ্ছে। সর্দি-কাশির পাশাপাশি বমি, বমি-বমি ভাব, জ্বর, গা-হাত-পা ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে।
WPL 2023: পিছিয়ে গেল মহিলা আইপিএল-এর ম্যাচ, কখন শুরু খেলা?
কিন্তু আইএমএ জানাচ্ছে, এক্ষেত্রে সাধারণ চিকিৎসাই যথেষ্ট। উপসর্গ অনুযায়ী ওষুধ দিলেই হবে। কথায় কথায় অ্যাজিথ্রোমাইসিন ও অ্যামক্সিক্ল্যাভের মতো অ্যান্টিবায়োটিক খেলে ব্যাক্টেরিয়া ওই সব ড্রাগ রেসিস্ট্যান্ট হয়ে যায়, ফলে দরকারে ওই ওষুধ রোগীর শরীরে কাজই করে না।