ঝাড়খণ্ডের ধানবাদে বেআইনি কয়লা খাদানে মারাত্মক ধস। ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়া ধসের তলায় বহু শ্রমিকের চাপা পড়ে থাকার আশঙ্কা প্রশাসনের। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। বিসিসিএলের রিপোর্টের জন্য অপেক্ষা করছে প্রশাসন।
স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ ভোওরা কোলিয়ারি এলাকায় ধস নামে। ধানবাদ শহর থেকে ২১ কিলোমিটার দূরে এই এলাকা। স্থানীয় সূত্রে খবর, ধস থেকে এখনও পর্যন্ত ৩টি দেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশঙ্কা আরও দেহ ভিতরে চাপা পড়ে আছে।
বেআইনি খাদান থেকে কয়লা উত্তোলন এলাকার দীর্ঘদিনের সমস্যা। ঝাড়খণ্ড-সহ রাঢ় বাংলার একাধিক এলাকায় অসামাজিক গতিবিধিও বাড়ে। এবার ধানবাদে বেআইনি খাদানে ধসে মৃত্যু শ্রমিকদের।