ICSE 10th Result 2022 : আজ, আইসিএসই (ICSE)দশমের (Class IX) ফলপ্রকাশ (Result)। শনিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বোর্ড । ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ অর্থাৎ ১৭ জুলাই বিকেল ৫টায় অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল (ICSE Class 10 Result) প্রকাশিত হবে । শিক্ষার্থীরা তাদের রোল নম্বরের সাহায্যে স্কোরকার্ড পরীক্ষা করতে এবং ডাউনলোড করতে পারবে ।
করোনা আবহে এই প্রথম আইসিএসই দশমের দুটো আলাদা সিমেস্টারে পরীক্ষা হয়েছে । সেই পরীক্ষাগুলিরই ফলপ্রকাশ আজ । বোর্ডের তরফে জানানো হয়েছে,ফাইনাল রেজাল্টের জন্য দু'টো সিমেস্টারকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে । দু'টো সিমেস্টারের নম্বর ও প্রোজেক্টের (ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট) নম্বর মিলিয়ে চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়েছে । যে ওয়েবসাইটগুলোতে ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা, সেগুলি হল - cisce.org, results.cisce.org, results.nic.in
আরও পড়ুন, State Bank of India:লেন্ডিং রেট বাড়াল স্টেট ব্যাঙ্ক, গুণতে হবে বেশি ইএমআই
এদিকে, আইসিএসই-র দ্বাদশের ফলাফল এখনও প্রকাশিত হয়নি । কলেজে ভর্তির প্রক্রিয়া ৫ অগাস্টের মধ্যে শেষ হয়ে যাবে । সেক্ষেত্রে, পড়ুয়ারা কীভাবে কলেজে ভর্তি হবেন, সেই নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা । দ্বাদশের ফলাফল কবে বেরোতে পারে, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে কাউন্সিল সূত্রে খবর ।
CTET Examination 2022 : ডিসেম্বরেই হবে সিটেট, ঘোষণা সিবিএসই-র