সাধারণ জ্বর বা ভাইরাল ফিভারে আর প্রেসক্রাইব করা যাবে না অ্যান্টিবায়োটিক। আগেই জানানো হয়েছিল। রবিবার এই নির্দেশিকা জারি করল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ অর্থাৎ আইসিএমআর।
নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ ফিভারে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। চিকিৎসক পরামর্শ দিলে তবেই অ্যান্টিবায়োটিক নেওয়া যাবে। এমনকি চিকিৎসকের পরামর্শে খাওয়া শুরু করলেও নিজের ইচ্ছায় কোর্স বাড়ানো বা কমানো যাবে না। তবে, নির্দিষ্ট কোর্স শেষ হওয়ার পরও যদি সমস্যা না কমে সেক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শে ওষুধের সংখ্যা বাড়ানো যাবে।
দেশের বিভিন্ন জায়গায় সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে সামান্য কিছু হলেই অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা থাকে রোগীদের মধ্যে। এর ফলে শরীরে সংক্রমণকারী ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় ঠিকই। তবে অন্ত্রে থাকা কিছু ভালো ব্যাকটেরিয়াও নষ্ট হয়ে যায় অ্যান্টিবায়োটিকের প্রভাবে।
তাই নিউমেনিয়া সংক্রান্ত জ্বরের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। এক্ষেত্রে মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আট দিনের বেশি জ্বর থাকলে এবং পরবর্তীকালে হাসপাতালে ভর্তি হলে পাঁচ দিনের অ্যান্টিবায়োটিক কোর্স করা যেতে পারে।
এছাড়া দেহে কোনও রকম সংক্রমণ হলেও অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে সেক্ষেত্রেও নির্দিষ্ট মাত্রা অবলম্বন করতে হবে। কিন্তু সাধারণ জ্বরে অ্যান্টিবায়োটিক ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।