১৩ ডিসেম্বর সংসদে রং বোমা হামলায়, ইন্টেলিজেন্স ব্যুরো অফিসারদের একটি দল দুই অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদ করে। এএনআই জানিয়েছে, IB অফিসারদের তরফে তাদের জন্মস্থান মাইসুরুতে স্থানীয় দল পাঠানো হয়েছে। তারা কোনও দলের হয়ে কাজ করছে কীনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আটক সকলের ফোন, কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
Security Breach In Parliament: 'তদন্ত শুরু, চিন্তার কারণ নেই', সংসদের ঘটনা প্রসঙ্গে বললেন স্পিকার
জিরো আওয়ার চলাকালীন দুপুর ১টার দিকে পাবলিক গ্যালারি চার নম্বর থেকে দুই অনুপ্রবেশকারী ঝাঁপ দেয়। তারা 'তানাশাহি না চালেগি' (যার বাংলা অর্থ, স্বৈরাচার চলতে দেওয়া হবে না) স্লোগান দেয়। ইতিমধ্যেই সমস্ত চেকপয়েন্টের সিসিটিভি ফুটেজ নজরে রাখছে IB ।
উল্লেখ্য, ২২ বছর আগের সংসদ হামলার স্মৃতি উস্কে, দুই বিক্ষোভকারী একজন পুরুষ এবং একজন মহিলা রঙ বোমা ছুড়তে থাকেন বলে অভিযোগ। ভিডিয়োতে দেখা যায়, সংসদে হলুদ ধোঁয়া ছড়িয়ে পড়েছে।