সি৯৫ বিমান (IAF C295 ) ( পেতে চলেছে বায়ুসেনা (Indian Airforce) । যা প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের মোকাবিলায় নতুন অস্ত্র বলা যেতে পারে । প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, সেপ্টেম্বরেই স্পেন (Spain) থেকে ভারতে আসছে মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহণ বিমান সি-২৯৫-এর প্রথম ব্যাচ ।
জানা গিয়েছে, দু’বছর আগে ৫৬টি সি২৯৫ বিমানের জন্য স্পেনের সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’-এর সঙ্গে প্রায় ২২ হাজার কোটি টাকার চুক্তি করেছিল নয়াদিল্লি । চলতি বছরই বিমানের প্রথম উড়ান পরীক্ষা সফল হয়েছে বলে খবর ।
আরও পড়ুন, Siachen Fire : বুধবার ভোরে সিয়াচেনের সেনা তাঁবুতে আগুন, এক সেনা অফিসারের মৃত্যু
জানা গিয়েছে, সি২৯৫-এর মাধ্যমে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-র দুর্গম ঘাঁটিগুলিতে সহজে অস্ত্র এবং রসদ পৌঁছে দিতে পারবে ভারতীয় বায়ুসেনা । চিনা আগ্রাসনের মোকাবিলায় বাড়তি বাহিনী দ্রুত পাঠানো যাবে । এছাড়া, আকাশপথে নজরদারিতেও সুবিধা মিলবে । আহত বা অসুস্থ হলে সেনাদের দ্রুত ফিরিয়ে আনা যাবে ।
বায়ুসেনার তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বরে প্রথম ব্যাচের পরই আগামী বছরের মে মাসে দ্বিতীয় সি২৯৫ বিমানটি ভারতে এসে পৌঁছবে । পরবর্তী পর্যায়ে ভারতে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অংশ হিসাবে তৈরি হবে এই বিমান ।
প্রসঙ্গত, চুক্তি অনুযায়ী,স্পেনের নির্মাতা সংস্থার থেকে ১৬টি বিমান ভারতীয় বায়ুসেনার জন্য আমদানি করা হবে । বাকি ৪০টি ওই সংস্থা এবং টাটা গোষ্ঠীর সহযোগিতায় ভারতেই বানানো হবে ।