কুয়েতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৪৫ জন ভারতীয় নাগরিকের দেহ ফিরিয়ে আনা হচ্ছে দেশে৷ বায়ুসেনার বিশেষ বিমান ইতিমধ্যেই কুয়েত থেকে রওনা দিয়েছে। সকাল ১১টা নাগাদ কোচি বিমানবন্দরে অবতরণ করার কথা বিমানটির। বায়ুসেনার এই বিমানে রয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিমান সিংহ।
মৃত ভারতীয়দের অধিকাংশই কেরল এবং দক্ষিণ ভারতের বাসিন্দা। সেই কারণেই কোচি বিমানবন্দরে অবতরণ করছে বিমানটি। তারপর উত্তর এবং পূর্ব ভারতের রাজ্যগুলির বাসিন্দা মৃত শ্রমিকদের দেহ নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেবে বিমানটি। বিমানবন্দরেই রাখা থাকছে শববাহী অ্যাম্বুল্যান্স।
মৃত ভারতীয়দের মধ্যে ২৩ জন কেরল, সাত জন তামিলনা়ড়ু, তিন জন উত্তরপ্রদেশ, দু’জন ওড়িশা এবং এক জন করে বিহার, পঞ্জাব, কর্নাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। বুধবার ভোরে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে তাঁরা প্রাণ হারান।