PM campaign for Mamata Banerjee : 'মমতাদি' প্রধানমন্ত্রী হিসাবে চাই, নতুন ওয়েবসাইটে শুরু প্রচার

Updated : May 14, 2022 23:27
|
Editorji News Desk

দেশের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হোক মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৪ সালেই যাতে ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী মমতাই হন, তার জন্য দেশজুড়ে জনমত গড়ে তুলতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে চালু হল ‘ইন্ডিয়াওয়ান্টসমমতাদি’ (IndiaWantsMamataDi) শীর্ষক ওয়েবসাইট। সেই সময়েই নির্বাচনী রাজনীতিতে চার দশক পূর্ণ করবেন মমতা। তাই  দিল্লিতেও আসুক মা-মাটি-মানুষের সরকার। এমনই চাইছে জনতার একটা বড় অংশ।

দেশের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হোক মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৪ সালেই যাতে ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী মমতাই হন, তার জন্য দেশজুড়ে জনমত গড়ে তুলতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে চালু হল ‘ইন্ডিয়াওয়ান্টসমমতাদি’ শীর্ষক ওয়েবসাইট। সেই সময়েই নির্বাচনী রাজনীতিতে চার দশক পূর্ণ করবেন মমতা। তাই  দিল্লিতেও আসুক মা-মাটি-মানুষের সরকার। এমনই চাইছে জনতার একটা বড় অংশ।

বাংলার মুখ্যমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে তুলে ধরতে গত বছরের জুন মাস থেকে তৃণমূল মনস্ক একঝাঁক তরুণ তুর্কিদের একটি সম্প্রদায় একই শিরোনামে  সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারাভিযান শুরু করেছিল।  ঠিক যেভাবে ২০২১ সালে বাংলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ প্রচার অভিযান চালানো হয়েছিল, সেই একই ঢঙে আরও বড় আকারে প্রচারের পরিকল্পনা করেছে সম্প্রদায়টি। তাতেই  নতুন পদক্ষেপ এই ওয়েবসাইট।

শনিবার সম্প্রদায়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি চালু করা হয়েছে। এদিন কলকাতায় ওয়েবসাইটির উদ্বোধন করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন (Derek O Brien)। খুব শীঘ্রই সম্প্রদায়ের পক্ষ থেকে ‘উত্তরণ’ শীর্ষক ডিজিটাল ম্যাগাজিন আসতে চলেছে বলেও ওয়েবসাইটের প্রথম পাতাতেই মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ঘোষণা করা হয়েছে। ওয়েবসাইটের পরতে পরতে মমতা সরকারের সাফল্যের খতিয়ান থেকে শুরু করে ছবি, মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভাষণ সবকিছুই পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়াতে ‘IndiaWantsMamataDi’ প্রচারাভিযান আগেই পরিচিত লাভ করেছিল। তাকেই আর জোরদার করার লক্ষ্যেই ওয়েবসাইটের ভাবনা বলেই জানা গিয়েছে।

সারা দেশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন ও মমতার কৃতিত্বের কথা দেশে মানুষের সামনে তুলে ধরায় এই ওয়েবসাইটের উদ্দেশ্য। কীভাবে তিনি ৩৪ বছরের বাম শাসন থেকে বাংলাকে মুক্ত করেছেন এবং জাতীয় রাজনীতির আঙিনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চ্যালেঞ্জার হিসেবে নিজেকে একেবারে সামনের সারিতে নিয়ে এসেছেন, সেই সমস্ত তথ্যই মিলবে ওয়েবসাইটে। ২০২৪ সালে  মমতাকে দেশের  প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য তারা যে স্বপ্ন দেখেছেন, তাকে বাস্তবায়িত করতে এই সম্প্রদায় কতটা জোরদার চেষ্টা করবে, তা ওয়েবসাইটের ভূমিকাতেই উল্লেখ করা হয়েছে। 

Lok SabaMamata BanerjeeTMC

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক