প্রথম স্ত্রী বেঁচে থাকতেই ফের বিয়ে করেছিলেন সুরেশ। কিন্তু সেই প্রথম এবং দ্বিতীয় স্ত্রীদের ষড়যন্ত্রেই প্রাণ গেল তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হায়দরাবাদের সঞ্জয় গান্ধী নগরে। অভিযুক্ত দুই মহিলাকে গ্রেফতার করেছে জেদিমতলা থানা।
জানা গিয়েছে, ২০১৬ সালে রেণুকা নামক এক মহিলাকে প্রেম করে বিয়ে করেন অটোচালক সুরেশ। তবে বিয়ের পর রেণুকা পানাসক্ত হয়ে পড়লে দু'জনের মধ্যে দূরত্ব তৈরি হয়। অভিযোগ, মদের ঠেকে রেণুকা নাকি বেশ কয়েকটি বিবাহ-বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েন।
আরও পড়ুন- Ranji Trophy Semifinal: মনোজের কাঁধে গুরুদায়িত্ব, রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনে বড় রানের দিকে বাংলা
সম্প্রতি বাহাদুরপল্লীর এক পানশালায় এক অনাথ যুবতীর সঙ্গে আলাপ হয় রেণুকার। এরপর ওই যুবতীকে বাড়ি নিয়ে এসে স্বামীর সঙ্গে বিয়ে দেন রেণুকা। এরপর ১৫ দিন ধরে প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একই ছাদের নীচে বসবাস করছিলেন সুরেশ। কিন্তু রেণুকার সঙ্গে বিচ্ছেদ নিয়ে ঝগড়া শুরু হয় সুরেশের। রবিবার রাতে দুই স্ত্রীকে নিয়ে মদ খেতে বসেন ওই অটোচালক। অভিযোগ, মত্ত অবস্থায় সুরেশ ঘুমিয়ে পড়লে দ্বিতীয় স্ত্রীর সাহায্যে তাঁর গলায় ফাঁস লাগিয়ে খুন করেন রেণুকা। পরবর্তীতে দেহটি ব্যাগে পুরে বাড়ির সামনে ফেলে দিয়ে আসেন ওই দুই মহিলা।