স্ত্রীয়ের প্রেমিকের হাতে খুন স্বামী। মুম্বইয়ের এই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। পুলিশ জানিয়েছে কান্দিভালি পূর্বের দামু নগর এলাকায় সোমবার এই ঘটনা ঘটে। একটি নির্জন জায়গা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করার পর, প্রাথমিকভাবে মনে হয়েছিল দুর্ঘটনায় মৃত্যু। কিন্তু ময়নাতদন্তের পর বোঝা যায় এটা খুন।
Indian Airforce : প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল বিমান, তেলঙ্গনায় নিহত দুই বায়ুসেনার পাইলট
অপরাধের দৃশ্যে পরিদর্শন করার পর, সমতা নগর পুলিশ রবীন্দ্র গিরি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। মৃত যোগেশের স্ত্রীয়ের সঙ্গে রবীন্দ্রর একটি সম্পর্ক ছিল। তাঁরা একসঙ্গে মদ্যপান করেন, পরে নির্জন জায়গায় নিয়ে গিয়ে বন্ধুকে হত্যা করেন রবীন্দ্র, একথা নিজেই স্বীকার করেন অভিযুক্ত।