ঐতিহাসিক সাঁওতাল আন্দোলনের স্মরণে ৩০ জুন সর্বত্র গভীর শ্রদ্ধা এবং আবেগে পালিত হচ্ছে হুল দিবস। ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩০ জুন সিধু মুর্মু ও কানু মুর্মুর নেতৃত্বে ভাগনাদিহির মাঠে সমবেত হন হাজার হাজার সাঁওতাল৷ কলকাতা অভিমুখে গণযাত্রা শুরু করেন তাঁরা। শুরু হয় সাঁওতাল বিদ্রোহ।
একদিকে ব্রিটিশ সরকারের ভয়াবহ অত্যাচার, অন্যদিকে
স্থানীয় মহাজন ও দাদন ব্যবসায়ীদের শোষণের বিরুদ্ধেই জ্বলে ওঠে বিদ্রোহের আগুন। 'হুল' শব্দের অর্থ 'বিদ্রোহ'। সিধু-কানুর বিদ্রোহ ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ অংশে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেয়।
Apple i Phone 14: কত কমে পেতে পারেন আইফোন ১৪, জানুন অ্যামাজন-ফ্লিপকার্টের ডিল
ইংরেজদের সেনাবাহিনীর সিপাহিদের গুলিতে প্রাণ হারান সিধু। ১৮৫৬ সালের ২৩ ফেব্রুয়ারি ভগনডিহির সন্নিকটে পাঁচকাঠিয়া বটবৃক্ষে ফাঁসির মঞ্চে তোলা হয় কানুকে। ফাঁসির মঞ্চ থেকে এই মহান বিদ্রোহী নেতা ঘোষণা করেছিলেন, "আমি আবার আসব, আবার সারা দেশে বিদ্রোহের আগুন জ্বালিয়ে তুলব।"