গ্যাস কাটার দিয়ে ATM কাটতে গিয়েছিল দুই চোর। কিন্তু শুরুতেই বিপত্তি। গ্যাস কাটারের আগুনে পুড়ে ছাই হয়ে গেল ATM এর ভিতরে থাকা টাকার বান্ডিল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর নেলামঙ্গল এলাকায়।
এদিকে ওই ATM এর ভিতরে ছিল ক্লোজ সার্কিট ক্যামেরা। এবং তার মাধ্যমে সরাসরি মুম্বইয়ের সদর দফতর থেকে নজরদারি চালানো হয়। ফলে CCTV র মাধ্যমে বিষয়টি দেখতে পান মুম্বইয়ে ব্যাঙ্কের সদর দফতরে থাকা নিরাপত্তা কর্মীরা। তারপর যে বাড়িতে ওই ATM টি বসানো রয়েছে সেই বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। অতি দ্রুত বাড়ির মালিক ঘটনাস্থলে পৌঁছলে দুই চোর চম্পট দেয়।
পুলিশ গিয়ে পোড়া নোট উদ্ধার করে। উদ্ধার করা নোটগুলি মূলত ৫০০ ও ১০০টাকার। ঘটনার তদন্ত শুরু হয়েছে।