প্রতিবছর দেশের কয়েক লক্ষ মহিলা স্তন ক্যান্সার এবং সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হন। দেশে এই ক্যান্সারে রোধের জন্য কেন্দ্রীয় সরকার চলতি বছর হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের এই টিকা বিনামূল্যে দেওয়া হবে। ইতিমধ্যেই প্রায় ৭ হাজার ডোজ প্রস্তুত করে ফেলেছে ভারত সরকার।
হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) হল একটি অত্যন্ত সংক্রমণযোগ্য ভাইরাস, যা ত্বক বা মিউকোসাল কোষকে সংক্রমিত করে। এই ভাইরাস সঙ্গমের মাধ্যমেও ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ১০০ টিরও বেশি পরিচিত এইচপিভি জিনোটাইপের মধ্যে কমপক্ষে ১৩ টি জরায়ুর ক্যান্সারের কারণ হতে পারে।