গর্ভগৃহে রামবিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন । রামের বিগ্রহ উন্মোচন করা হল । গুনে গুনে ঠিক ৮৪ সেকেন্ডে প্রাণ-প্রতিষ্ঠা সম্পন্ন হয় । বিশেষ ওই সময়টুকুর নাম ‘অভিজিৎ মুহূর্ত’ । গর্ভগৃহে শুধুমাত্র প্রধানমন্ত্রী, মোহন ভাগবত ও যোগী আদিত্যনাথই ছিলেন । আমন্ত্রিত অতিথিরা বাইরে থেকেই অনুষ্ঠানে যোগ দেন । সিনেমাজগত, রাজনীতির জগৎ, খেলা, ব্যবসার দুনিয়া থেকে বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত হন । কেউ বড় স্ক্রিনে অনুষ্ঠান দেখলেন, কারও চোখ ছিল আবার ফোনের স্ক্রিনে ।
রাম বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে মন্দির চত্বরে । সেখানেই গর্ভগৃহের সব আচার-অনুষ্ঠান দেখানো হচ্ছিল । এছাড়া, দূরদর্শনেও লাইভ সম্প্রচার চলছিল । বড় ও ছোট স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিলেন অতিথিরা । প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হতেই করতালিতে মুখরিত হল মন্দির চত্বর । কেউ আবার ঘণ্টা বাজালেন । জমকালো উদ্বোধনের সাক্ষ্মী থাকলেন দেশ-বিদেশের সকলেই ।
প্রধানমন্ত্রী এদিন হাতে লাল বস্ত্র ও মুকুট নিয়ে গর্ভগৃহে প্রবেশ করেন । এদিন মোদী পরেছিলেন সোনালি কুর্তা ও ক্রিম রঙের ধুতি । আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তর প্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অনুষ্ঠানের সময় গর্ভগৃহে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান যখন চলছে, তখন সেনাবাহিনীর হেলিকপ্টারগুলি ফুলের পাপড়ি বর্ষণ করে রামমন্দিরের উপর, অযোধ্যাবাসীদের উপর ।