ভিডিও পাচারের অভিযোগ অসত্য। তদন্তের পর বলে দাবি পুলিশের। ছাত্রীদের স্নানের ভিডিয়ো পাচারের অভিযোগে উত্তপ্ত হয় চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা।
মোহালির এসএসপি বিবেক সোনি জানান, এক ছাত্রীই এই ঘটনার পিছনে রয়েছেন। ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। দোষীদের কেউ রেয়াত পাবেন না বলেও জানিয়েছেন ডিআইজি গুরপ্রীত ভুল্লার। পাশাপাশি, গুজবে কান না দেওয়ার আবেদন জানান পুলিশকর্তারা।
অন্য দিকে, পুলিশের তদন্তের মধ্যেই এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। শাসক দল আম আদমি পার্টি যখন দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছে, তখন আন্দোলনকারীদের পাশে রয়েছে বিজেপিও। দ্রুত দোষীদের খুঁজে বের করার জন্য প্রশাসনের উপর চাপ দিচ্ছে তারা।