সিধু মুসেওয়ালার পর এবার প্রাণনাশের হুমকি হানি সিংকে। কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রারের থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন পপ তারকা। জানা গিয়েছে, ফোনে ও ভয়েস বার্তার মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাঁকে।
হুমকি বার্তা পাওয়ার পরই দেরি করেননি হানি সিং। দিল্লি পুলিশের সদর দফতরে গিয়ে অভিযোগ দায়ের করেন। নিজেই কমিশনারের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিযেছেন, গোল্ডি ব্রারের পক্ষ থেকে তাঁকে ও তাঁর কর্মীদের ফোন করা হয়েছে। বাধ্য হয়েই নিজেই নিরাপত্তা চেয়েছেন হানি সিং। বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন: একসঙ্গে যোগাভ্যাসে শামিল ১,৫৩ লক্ষ, নয়া রেকর্ড সুরাটের
হানি সিং জানান, এমন ঘটনা তাঁর জীবনে প্রথম। তিনি ও তাঁর পরিবার শঙ্কিত। পুলিশকে প্রমাণও দিয়েছেন তিনি। আশা করছেন, তাড়াতাড়ি তদন্তে কিছু ফল হবে।