পঞ্চায়েত নির্বাচনে নজিরবিহীন সিদ্ধান্ত। বাহিনী সমস্যা মেটাতে এবার এয়ার লিফটে করে এরাজ্যে নিয়ে আসা হল জওয়ানদের। রাজ্য নির্বাচন কমিশনকে পাঠানো একটি চিঠিতে এমনই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে ওই বাহিনী সরাসরি নেমেছে পানাগড়ের বিমানঘাঁটিতে।
কমিশনের চাহিদা অনুযায়ী বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠাবে বলে আদালতে জানিয়েছিল কেন্দ্র। এদিকে নির্বাচনের আগের দিন এয়ার লিফটে করে পাঁচ কোম্পানির কিছু বেশি বাহিনী পাঠানোর কথা জানানো হয়েছে। ফলে প্রশ্ন উঠছে বাকি ৪৮০ কোম্পানি বাহিনী কীভাবে পাঠানো হবে। যদিও কেন্দ্রের তরফে পাঠানো চিঠিতে সেবিষয়ে কোনও উল্লেখ নেই।
পঞ্চায়েত নির্বাচনে বাহিনী মোতায়েন নিয়ে বেশ জলঘোলা হয়। প্রথমে রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানোর বিষয়ে জানালেও কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে রাজ্যের দাবি আনুযায়ী ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৪৮৫ কোম্পানি বাহিনী এখন কেন্দ্র পাঠায়নি বলেই সূত্রের খবর।