ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
সকল ভারতবাসীর কাছেই পরিচিত মহাকাশচারী সুনীতা উইলিয়ম। ১৯৬৫ সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন তিনি। মহাকাশে সবথেকে বেশি সময় কাটিয়েছিলেন একমাত্র সুনীতাই। ৩২১ দিন ১৭ ঘণ্টা ১৫ মিনিট সেখানে ছিলেন ভারতীয় বংশদ্ভূত ওই মহাকাশচারী। কিন্তু মহাকাশ থেকে ফেরার সময় ক্র্যাশ ল্যান্ডিংয়ের সময় মৃত্যু হয় তাঁর।
এর সঙ্গে আরও একটি উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী রয়েছে আজকের দিনটি। ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বর ইটালির আল্পস পর্বতমালায় ৫০০০ বছরের পুরনো একটি মমির সন্ধান পাওয়া গিয়েছিল। নাম ছিল ওয়েটসি। পাঁচ হাজার বছর ধরে বরফের নিচে চাপা পড়ে থাকার কারণে এই মমিটি সংরক্ষিত ছিল বলে বিজ্ঞানীদের ধারণা।
নারীদের ক্ষমতা ও তাদের অধিকার নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে। কিন্তু আপনি কি জানেন আজকের দিনেই প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার প্রসঙ্গ উঠে এসেছিল? ১৮৯৩ সালের ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সংবিধানে নারীদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল।