ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
ভারতের টেলিভিশন জগতে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৫৯ সালে আজকের দিনেই প্রথম ভারতীয় টেলিভিশন চ্যানেল, দূরদর্শন শুরু হয়েছিল। ১৫ সেপ্টেম্বর চালু হওয়া ওই টিভি চ্যানেলে সর্বপ্রথম ৩০ মিনিট করে অনুষ্ঠান সম্প্রচার করা হত। এরপর ১৯৬৭ সালে কৃষি দর্শন নামে পূর্ণ দৈর্ঘ্যের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। সেটাই ছিল সবথেকে দীর্ঘ সময়ের জন্য টেলিভিশন অনুষ্ঠান।
ন্যাশনাল ইঞ্জিনিয়রস ডে হিসেবেও পালন করা হয় ১৫ সেপ্টেম্বর। আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়র মোক্ষগুন্দম বিশ্বেশ্বরিয়া। দেশের জন্য় একাধিক প্রকল্প করেছেন তিনি। কৃষ্ণরাজাসাগর ড্যাম, ভদ্রাবতী আয়রন অ্য়ান্ড স্টিল ওয়ার্কস, মাইসোর স্যান্ডল ওয়েল অ্য়ান্ড সোপ ফ্যাক্টরি, মাইসুরু বিশ্ববিদ্যালয় তৈরিতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই কর্মকাণ্ডের জন্য তাঁকে কর্নাটকের ভাগীরথ বলেও আখ্যায়িত করা হয়। ১৯৫৫ সালে ভারতরত্ন উপাধি পেয়েছিলেন তিনি।
বিশ্ব ইতিহাসেও আজকের দিনটি অতি গুরুত্বপূর্ণ। ১৮৬১ সালের ১৫ সেপ্টম্বর কানাডার ভেঙ্কুয়েভরে গ্রিনপিস প্রতিষ্ঠা করা হয়েছিল। সেসময় পারমানিক অস্ত্র মহরা দেওয়ার প্রস্তুতি নিয়েছিল আমেরিকা। তার প্রতিবাদেই গ্রিনপিস প্রতিষ্ঠা করা হয়েছিল। যদিও পরবর্তীকালে এর উদ্দেশ্য হয়ে ওঠে পরিবেশ রক্ষা করা।