ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
আজকের দিনটি বিশ্ব ইতিহাসে একটি ঘটনাবহুল দিন। ১৯৯২ সালের আজকের দিনেই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছিলেন ব্রিটেনের রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লস এবং তাঁর স্ত্রী ডায়না। যদিও সরকারিভাবে তাঁরা বিবাহ বিচ্ছেদ করেছিলেন ১৯৯৬ সালে। ১৯৮১ সালের ২৯ জানুয়ারি তাঁদের মধ্যে বিবাহ হয়। এদিকে বিচ্ছেদের এক বছর পর অর্থাৎ ১৯৯৭ সালের ৩১ অগাস্ট পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ডায়নার।
আজকের দিনে আরও একটি বড় ঘটনা ঘটেছিল। বলা যেতে পারে আজ থেকেই সংবিধান রচনার প্রস্তুতি শুরু হয়েছিল। ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর সংবিধান রচনার জন্য প্রথম বৈঠক হয়। সেসময় সংবিধান কমিটির অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট ছিলেন সচ্চিদানন্দ। পুরো সংবিধান রচনা করতে সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৮ দিন।
আজকের দিনে আরও একটি বড় ঘটনা ঘটেছিল। বলা যেতে পারে আজ থেকেই সংবিধান রচনার প্রস্তুতি শুরু হয়েছিল। ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর সংবিধান রচনার জন্য প্রথম বৈঠক হয়। সেসময় সংবিধান কমিটির অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট ছিলেন সচ্চিদানন্দ। পুরো সংবিধান রচনা করতে সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৮ দিন।