ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
একাধিক বড় ঘটনার সাক্ষী আজকের দিনটি। প্রতিবছর ৭ ডিসেম্বর আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে পালিত হয়। ভারত স্বাধীনতা হওয়ার পর ১৯৪৯ সালের ২৮ অগাস্ট ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সুবিধার জন্য একটি কমিটি গঠন করা হয়। এরপর থেকে ওই কমিটি ৭ ডিসেম্বর ফ্ল্যাগ ডে হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়।
স্পেস সায়েন্সের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ১৯৭২ সালের ৭ ডিসেম্বর মহাকাশ থেকে পৃথিবীর একটি ছবি তোলে NASA। Appollo 17 নামে একটি মিশনে মাধ্যমে ওই ছবি তোলা হয়। ওই ছবিটির নাম দেওয়া হয় ব্লু মার্বেল।
আজকের দিনটি কার্লোস ব্রুকস নামে এক ব্যক্তির সঙ্গে জড়িত। হয়তো এই ব্যক্তির নাম অনেকেই জানেন না। কার্লোস ব্রুকস হচ্ছেন পৃথিবীর প্রথম ব্যক্তি যাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাঁকে একটি বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছিল।