বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
ভারতের ইতিহাসে আজকের দিনেই ঘটেছিল একটি বড় ঘটনা। বাবরি মসজিদের সম্পর্কে কমবেশি প্রত্যেকেরই জানা। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস করা হয়েছিল ওই মসজিদ। সেখানেই বর্তমানে তৈরি করা হচ্ছে রাম মন্দির। সুপ্রিম কোর্ট হিন্দু পক্ষের দাবি মেনে নিয়েছিল। এবং ওই স্থানকেই রামচন্দ্রের জন্মস্থান বলে মেনে নিয়েছে শীর্ষ আদালত।
আজকের দিনের প্রয়াত হয়েছিলেন ভীমরাও আম্বেদকর। যিনি বাবাসাহেব নামেও পরিচিত। ভারত স্বাধীন হওয়ার পর সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল তাঁকে। দেশের সংবিধান রচনা করেছিলেন তিনি। সেকারণে আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর প্রয়াত হন আম্বেদকর।
আজকের দিনটি ওয়ারেন হেস্টিংসের সঙ্গেও জড়িত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছিল তাঁকে। ১৭৩২ সালের ৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন ওয়ারেন হেস্টিংস।