ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
ইতিহাসের পাতায় আজ মঙ্গলায়নের উড়ানের দিন। আজ থেকে ঠিক ১০ বছর আগের ৫ নভেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উড়েছিল এই যান। যার খরচ পড়েছিল মাত্র ৭৪ ডলার। সেই ঘটনা আজও বর্তমান ভারতীদের মনে।
১৫৫৬ সালের আজকের দিনেই ভারতীয় ইতিহাসে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ। বাবর পরবর্তী মুঘল সাম্রাজ্যকে ভারতের মাটিতে প্রতিষ্ঠা এবং বিস্তারের বীজ বোপন হয়েছিল এই যুদ্ধ থেকেই। হিমুকে হারিয়ে এই যুদ্ধ জেতেন আকবর।
একদিনের ২১ পরমাণুর পরীক্ষা। ১৯৭৬ সালের আজকের দিনে এই ঘটনায় ঘটিয়েছিল তৎকালীন সোভিয়েত রাশিয়া। সবাইকে চমকে দিয়ে একদিনে ২১টি পরমাণুর পরীক্ষা করেছিল রুশরা।