প্রতিটি দিনই কোনও না কোনও বড় ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে। তেমনই একাধিক বড় ঘটনার সাক্ষী ৫ ডিসেম্বর। ১৯৫০ সালের ৫ ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন ঋষি অরবিন্দ ঘোষ। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। ১৯০৬ সালে বঙ্গভঙ্গ আন্দোলন চলাকালীন নিজের চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি। এবং স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। একই সঙ্গে বন্দে মাতরম নামে একটি সংবাদপত্রের সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
আজকের দিনটি আরও একজন বিশেষ ব্যক্তির সঙ্গে জড়িত। ২০১৩ সালের ৫ ডিসেম্বর মৃত্যু হয়েছিল নেলসন ম্যান্ডেলার। তিনি আফ্রিকান গান্ধি নামে পরিচিত ছিলেন। ৯৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। গোটা বিশ্বজুড়ে অগণিত ভক্ত রয়েছে। সাউথ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
আজকের দিনে আরও একটি বড় ঘটনা ঘটেছিল। ১৯৯৯ সালের ৫ ডিসেম্বর মিস ওয়ার্ল্ড শিরোপা পেয়েছিলেন উক্তা মুখী। এখন পর্যন্ত মোট ৬ জন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড হয়েছেন।