ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
একাধিক উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে জড়িত আজকের দিনটি। ২০০০ সালের ৩০ নভেম্বর মিস ওয়ার্ড শিরোপা পেয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। ওই অনুষ্ঠানটি হয়েছিল লন্ডনে। অনুষ্ঠান মঞ্চে যেভাবে নিজেকে তুলে ধরেছিলেন বলিউড তারকা তাতে তিনি সহজেই বিচারকদের মন জয় করে নিয়েছিলেন।
২০০৪ সালের আজকের দিনেই, বাংলাদেশের সংসদ, যা জাতীয় সংসদ নামেও পরিচিত, মহিলাদের জন্য একটি ঐতিহাসিক বিল পাস করে। ওই বিলে উল্লেখ করা হয়েছিল সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা থাকবে।
১৮৭২ সালের ৩০ নভেম্বর প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা হয়। গ্লাসগোর পার্টিকের ওয়েস্ট অফ স্কটল্যান্ড ক্রিকেট ক্লাবের মাঠে হ্যামিল্টন ক্রিসেন্টে অনুষ্ঠিত হয় ম্যাচটি। মাঠে প্রায় চার হাজার দর্শক উপস্থিত ছিলেন ওইদিন। ওই ম্যাচটিকে ফিফা প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হিসেবে স্বীকৃতি দেয়।