ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের।
অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
ভারতের ইতিহাসে ৩০ অগাস্ট এক ভীষণ গুরুত্বপূর্ণ দিন। ভারত স্বাধীন হওয়ার পর ১৯৪৭ সালের আজকের দিনেই তৈরি করা হয়েছিল সংবিধান তৈরির খসড়া কমিটি। ওই কমিটির প্রধান নিযুক্ত করা হয়েছিল ডক্টর বিআর আম্বেদকরকে। তাঁর নেতৃত্বেই তৈরি হয়েছিল ভারতীয় সংবিধান।
মুঘল ইতিহাসে ৩০ অগাস্ট এক গুরুত্বপূর্ণ দিন। ১৬৫৯ সালের আজকের দিনেই ঔরঙ্গজেবের নির্দেশেই মৃত্যুদণ্ড হয়েছিল দাদা দারাসুকোর। মুঘল সম্রাটের নির্দেশে দারার দেহ আগরা থেকে দিল্লি আনা হয়েছিল। শেষ কৃত্য সম্পন্ন হয়েছিল হুমায়ুনের সমাধির কাছে।
প্রতি বছর আজকের দিনেই পালিত হয় জাতীয় ক্ষুদ্র শিল্প দিবস। মূলত ক্ষুদ্র শিল্পকে আরও উন্নত করতে সরকারি এই উদ্যোগ। পাশাপাশি বেকারত্ব কমাতেও এই উদ্যোগ সরকারের