ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
আজকের দিনটি মহিলাদের ভোটাধিকার প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ দিন। ১৮৯৩ সালের ২৮ নভেম্বর মহিলারা তাদের প্রতিনিধি নির্বাচন করার জন্য প্রথমবারের মতো ভোট দিয়েছিলেন। এবং এই নিউজিল্যান্ডে প্রথম এই অধিকার দেওয়া হয় মহিলাদের। প্রায় ১৩ বছরের আন্দোলনের পরে মহিলারা ভোট দেওয়ার অধিকার পেয়েছে । এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন উইমেনস ক্রিশ্চিয়ান টেম্পারেন্স ইউনিয়ন (WCTU) যার নেত্রী ছিলেন কেট শেপার্থ।
এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আজকের দিনটি উল্লেখযোগ্য। ১৯৯৬ সালের ২৮ নভেম্বর আজকের দিনেই প্রথমবারের মতো এয়ারবাস A300 এয়ারবাস চালিয়েছিলেন একজন মহিলা। ওই বিমানের ক্যাপ্টেন ছিলেন ইন্দ্রানী সিং নামে ভারতীয় বংশ্ভুত এক মহিলা পাইলট।
আজকের দিনটি ব্রিটেনের জন্যও অত্যন্ত উল্লেখযোগ্য। কারণ ১৯৯০ সালের আজকের দিনেই ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থেচার পদত্যাগ করেন। ব্রিটেনের আয়রন লেডি নামেও পরিচিত ছিলেন তিনি। ১১ বছর ধরে তিনি ব্রিটেনের ক্ষমতায় ছিলেন।