ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
ইতিহাসের পাতায় আজকের দিনটি বেশ কয়েকটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ। আজকের দিনেই এমন দুজনের জন্ম হয়েছিল যাঁরা দেশকে চলচ্চিত্র এবং অর্থনীতির নয়া দিশা দেখিয়েছিলেন।
১৯২৩ সালের ২৬ সেপ্টেম্বর জন্মেছিলেন অভিনেতা দেব আনন্দ। তাঁর অভিনীত সিনেমা প্রেম পূজারি, হরে রাম হরে কৃষ্ণ, ট্যাক্সি ড্রাইভার সহ একাধিক সিনেমা এখনও জনপ্রিয়তার শীর্ষে। অন্যদিকে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনোমহন সিং। ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর তাঁর জন্ম হয়। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন । তাঁর জমানায় একাধিক অর্থনীতিক সংস্কার দেখেছে ভারতবাসী।
বিশ্ব ইতিহাসেও আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনেই আমেরিকায় প্রথমবারের মতো টেলিভিশনে প্রেসিডেন্সিয়াল বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল। ওই বিতর্কে অংশগ্রহণ করেছিলেন এফ কেনেডি এবং রিচার্ড নিক্সন। ১৯৬০ সালের ২৬ সেপ্টেম্বর ওই বিতর্ক সম্প্রচারিত হয়েছিল। প্রায় ৬ কোটি আমেরিকাবাসী ওই অনুষ্ঠান দেখেছিলেন।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। আজকের দিনেই একদিনের ক্রিকেটে ১৮ তম সেঞ্চুরি করেন সচিন তেন্ডুলকর। জিম্বাবোয়ের বিরুদ্ধে ওই ম্যচটি খেলছিলেন তিনি।