ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
১৯০২ সালের ২৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং। তিনি ছিলেন স্বাধীন ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী। দেশের কৃষকদের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিলেন তিনি। সেকারণে আজকের দিনটি দেশজুড়ে কৃষক দিবস হিসেবে পালন করা হয়।
আজকের দিনটি মহাকাশ গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে রেহা নামে একটি উপগ্রহের সন্ধান পাওয়া গিয়েছিল। ১৬৭২ সালের ২৩ ডিসেম্বর ওই উপগ্রহটি আবিষ্কার করেন ইতালির বিজ্ঞানী জিওভানি ক্যাসিনি। গ্রীসের দেবী রেহা থেকেই উপগ্রহের নামকরণ করা হয়।
আজকের দিনেই বড়সড় বিপর্যয়ের সাক্ষী থেকেছিল বিশ্ববাসী। ১৯৭২ সালের ২৩ ডিসেম্বর প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া। প্রায় ২ ঘণ্টা ধরে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছিল। মৃত্যু হয়েছিল প্রায় ১০ হাজার মানুষের।