ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
আজকের দিনের ঘটনাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা চন্দ্রযান ১ এর উৎক্ষেপন। ২০০৮ সালের ২২ অক্টোবর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রওনা দিয়েছিল চন্দ্রযান ১। নেতৃত্বে ছিল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। ওইদিন দেশের মুকুটে নতুন পালক যুক্ত হয়েছিল। চাঁদে জলের অস্তিত্ব মিলেছিল এই অভিযান থেকে।
ভাকরা-নাঙ্গাল বাঁধের নাম প্রায় অধিকাংশেরই শোনা। ১৯৬৩ সালের আজকের দিনেই ভাকরা-নাঙ্গাল ড্যামটি উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান সরকার মিলে ওই বাঁধ তৈরি করেছিল।
আজকের দিনেই আমেরিকার একাধিক গোপন তথ্য ফাঁস করে দিয়েছিল উইকিলিক্স। ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ নিয়ে আমেরিকার পরিকল্পনা কী এবং এবিষয়ে আমেরিকার লক্ষ্য কী তা গোটা বিশ্বের কাছে তুলে ধরেছিল ওই বিদেশি মিডিয়া। ২০১০ সালের ২২ অক্টোবর ওই তথ্য ফাঁস করেছিল তারা।