বছরের প্রত্যেক দিনই কিছু না কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে চলেছে। আজ ২১ সেপ্টেম্বর ২০২৩ (21st September In History)। ইতিহাসের পাতা উলটে দেখা যায় আজকের দিনেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ফিরে দেখা যাক আজকের দিনের সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলি।
আজকের দিনের ইতিহাস ঘেটে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি জানা যায় তার মধ্যে ঐতিহাসিক একটি ঘটনা হল আজকের দিন ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল মণিপুর (Manipur)। একসময় একটি স্বাধীন রাজ্য ছিল মণিপুর। যা ১৮৯১ সাল থেকে ব্রিটিশদের অধীনে ছিল। ১৯৪৭ সালে বাকি উপমহাদেশের মতোই স্বাধীনতা পায় মণিপুর। এরপর ১৯৪৯ সালে আজকের দিনে অর্থাৎ ২১ সেপ্টেম্বর ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায় মণিপুর।
আজকের দিনের আরও একটি বেদনাদায়ক ঘটনা ঘটেছিল। এই দিনেই সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হয়েছিলেন বলিউডের কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। চওড়া হাসির মানুষটা গোমড়ামুখো লোককেও হাসতে হাসতে পেটে ব্যথা ধরিয়ে দিতেন। ২১ সেপ্টেম্বর ২০২২ সালে নয়াদিল্লির এইমস হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন - আজকের দিনেই বিশ্বের প্রথম বাস পরিষেবা চালু হয়েছিল, আর কী কী ঘটেছিল? জানুন
আজকের দিনে আরও একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। ২১ সেপ্টেম্বর এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন আরও এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি নেপালের বিখ্যাত পর্বতারোহী আং রিতা শেরপা (Ang Rita Sherpa)। যিনি অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ১০ বার বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন।