ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
তিনি শতাব্দীর জননী। তিনি মাদার টেরিসা। ১৯৭৯ সালের আজকের দিনেই তাঁকে নোবেল শান্তি পুরস্কার সম্মানে ভূষিত করা হয়েছিল। সেবাই ধর্ম। সুদুর বিদেশ থেকে কলকাতায় এসে একসময় হয়ে উঠেছিল ঘরের মেয়ে। সেখান থেকে তিনি মা। তাঁর হাতেই তৈরি হয়েছিল মিশনারিজ অফ চ্যারিটি। ১৯৮০ সালে তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।
১৯২০ সালের আজকের দিনেই তৈরি হয়েছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট ইন্টারন্যাশনালের দ্বিতীয় কংগ্রেসের পরেই তাসখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি তৈরি কথা ঘোষণা করেন মানবেন্দ্রনাথ রায়। তাঁর সঙ্গে ছিলেন অবনী মুখোপাধ্যায়, মহম্মদ আলি এবং মহম্মদ শাফিক সিদ্দিকি।
বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। যে লড়াই শুরু হয়েছিল আজকের দিনেই মস্কো অলিম্পিকের মঞ্চ থেকে। ১৯৬৮ সালের এই দিনেই পদক জয়ের মঞ্চ থেকে প্রতিবাদ জানিয়েছিলেন দুই মার্কিন অ্যাটলিট টমি স্মিথ এবং জন কার্লোস।