ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ১৭ ফেব্রুয়ারি। জেনে নেওয়া যাক ওই বড় ঘটনাগুলির মধ্যে ৩টি গুরুত্বপূর্ণ বিষয়।
রেনে লায়েনের নাম আমাদের মধ্যে অনেকেরই জানা। ১৭৮১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রেনে। চিকিৎক্ষেত্রের সঙ্গে জড়িত তাঁর নাম। স্টেথোস্কোপ আবিষ্কারের জন্য বিখ্যাত তিনি। ১৮১৬ সালে সর্বপ্রথম কাঠের স্টেথোস্কোপ আবিষ্কার করেছিলেন রেনে লায়েন।
আজকের দিনটি ক্রিকেট খেলার সঙ্গেও জড়িত। ১৮৮২ সালের ১৭ ফেব্রুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সর্বপ্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে ওই ম্য়াচ হয়েছিল। যেখানে ৫ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া।
বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গেও আজকের দিনটি জড়িত। ১৯৫৯ সালের আজকের দিনেই সর্বপ্রথম ওয়েদার স্যাটেলাইট ভেংগার্ড ২ লঞ্চ করা হয়েছিল। এই স্যাটেলাইট লঞ্চের জন্য SLV-4 রকেট ব্যবহার করা হয়েছিল। মেঘের অবস্থান জানতে এই স্যাটেলাইট ব্যবহার শুরু হয়েছিল।