ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
ইংল্যান্ডের মাটিতে তাঁর হাতেই উঠেছিল ভারতের ক্রিকেটে বিশ্বজয়ের প্রথম কাপ। কিন্তু জানেন কী, কবে থেকে আন্তর্জাতিক মঞ্চে কেরিয়ার শুরু হয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের। সেই দিনটা ছিল এমনই এক ১৬ অক্টোবর। ১৯৭৮ সালের আজকের দিনেই পাকিস্তানের ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কপিল দেবের।
হ্যাপি বার্থ ডে ড্রিম গার্ল। হ্যাঁ ঠিকই আজকের দিনেই ১৯৪৮ সালে তৎকালীন মাদ্রাজে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় সিনেমার ড্রিম গার্ল হেমা মালিনী। গোঁড়া ব্রাহ্মণ পরিবারে বেড়ে ওঠা। ১৯৬৩ সালে তামিল ছবিতে অভিষেক। তার পরপর চলে আসা বলিউডে। এরপর বাকিটা ইতিহাস। বর্তমানে বিজেপি সাংসদ হেমা মালিনী।
ভারতের স্বাধীনতা সংগ্রামে আজ এক গুরুত্বপূর্ণ দিন। স্বাধীনতার যুদ্ধকে আটকাতে বাংলাকে ভাগ করার পরিকল্পনা করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। ১৯০৫ সালের আজকের দিনেই লাগু হয়েছিল বঙ্গভঙ্গ। যা পরে রদ করা হয়।